Sunday, April 28, 2024

তেরখাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ : আজ ২৬ মার্চ ২০২৪ রোজ মঙ্গলবার তেরখাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে দিবসের কর্মসূচীর সূচনা হয়। সকাল ৯টায় উপজেলা নিবাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাওলানা মাহাবুবুর রহমানের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লেসহ বিভিন্ন কর্মসূচীর শুভ উদ্বোধন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী ও তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন। এরপর অতিথিবৃন্দ শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন। কুচকাওয়াজ ও ডিসপ্লেতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, আনসার ভিডিও, ফাইয়ার সার্ভিস কর্মীবৃন্দ। পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এরপর বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী। এ সময় তিনি কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারপর তিনি উপজেলা গরীব ও অসহায়দের মাঝে বকনা গরু বিতরণ করেন ও করোনাকালীন সময়ের অসহায় দুষ্ঠ ১৫ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগীতায় ২০২৩ ও ২৪ এর কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, উত্তোরীয় ও ২হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, নাজমা খান, ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, কেএম আলমগীর, এসএম দীন ইসলাম, শেখ মহাসীন, কৃষ্ণ মেনন রায়, বুলবুল আহমেদ প্রমুখ, সমাজসেবক শিল্পপতি আবুল হাসান মুসল্লী, আলমগীর হোসেন, বাছিতুল হাবিব প্রিন্স, মোঃমোতালেব হোসেন, মইন উদ্দিন, শেখ ফরিদ, শামসুল আলম বাবু, আব্দুর রাজ্জাকসহ উপজেলা আলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article