Tuesday, May 14, 2024

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সিনিয়র ফেলো স্ট্যাটাস অর্জন

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারকে উচ্চশিক্ষার শিক্ষণ ও শিখনে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউকে প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফ্রেমওয়ার্ক (ইউকেপিএসএফ) এর আওতায় সিনিয়র ফেলো অব হায়ার এডুকেশন একাডেমি (এসএফএইচইএ) স্ট্যাটাস প্রদান করা হয়েছে। এতদসংক্রান্ত চার ধরনের ফেলো (যথাক্রমে, এসওসিয়েট ফেলো, ফেলো, সিনিয়র ফেলো ও প্রিন্সিপাল ফেলো) সম্পর্কিত ধারণা AdvanceHE এর ওয়েবসাইটে (https://www.advance-he.ac.uk/fellowship) রয়েছে।
উল্লেখ্য, সিনিয়র ফেলো স্ট্যাটাস অর্জনকারী বাংলাদেশীর সংখ্যা হাতে গোনা কয়েকজন, যাদের প্রায় সবাই বিদেশে অবস্থানকালে শিক্ষণ-শিখন সংক্রান্ত এই স্ট্যাটাস অর্জন করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article