Monday, May 20, 2024

কেশবপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত

Must read

 

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) : কেশবপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৮ জুন ২০২২ রোজ বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫০ জন কৃষককে নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন ও রিমা আক্তার। সেমিনারে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণের বিষয়ে আলোচনা করেন খুলনা অঞ্চলের সহকারী আবহাওয়াবীদ আমিরুল আজাদ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article