Monday, May 20, 2024

কেশবপুরে এনসিটিএফ সদস্যদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

Must read

 

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) : কেশবপুরে মানবাধিকার সংগঠন পরিত্রাণের কার্যালয়ে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিনিধিদের সাথে এনসিটিএফ সদস্যদের মুখোমুখি সংলাপ ০৯ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। দাতা সহযোগি সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এর অর্থায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ও পরিত্রাণের ওয়াই মুভস প্রকল্পের আওতায় শিশু অধিকার, নারীর মানবাধিকার, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, দালত ও বঞ্চিত মানুষের মানবাধিকার লংঘনের ঘটনা চিহ্নিতকরণ ও অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত বিষয়ে উক্ত সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ এর সভাপতি পিয়া দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী ও উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিটিএফ এর সদস্য অঞ্জন দাস, ঋতুপর্না দাস, সম্পা দাস, সুদির দাস, অন্তি দাস, অপর্না দাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article