Saturday, November 9, 2024

বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলমসহ অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এমইউজের দোয়া মাহফিল

Must read

 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য, ইউএনবির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, এমইউজে খুলনার সিনিয়র সদস্য দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি মুনির উদ্দিন আহমেদ, সিনিয়র সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও দৈনিক অনির্বাণের চীফ ফটো সাংবাদিক আবুল হাসান শেখের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর ২০২৪ রোজ মঙ্গলবার মাগরিব বাদ এমইউজে খুলনার উদ্যোগে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, কে এম জিয়াউস সাদাত, মাশরুর মুর্শেদ, মাকসুদ আলী, নাজমুল হক পাপ্পু, আমিরুল ইসলাম, আশরাফুল ইসলাম নূর, কামরুল হোসেন মনি. এম এ আজিম, হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপরেল্লিখিত সাংবাদিকদের সুস্থতা ও নিহত শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন, মরহুম সম্পাদক ও ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল মুনীর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ, সরদার আব্দুস সাত্তার, কাজী আমান উল্লাহ, এটিএম রফিক, এস কে মহবুব হোসেন, মোক্তার আহমেদ, বুলু আহমেদ ও কে এম আমিনুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন এমইউজে খুলনার নির্বাহী সদস্য মূহাম্মদ নূরুজ্জামান। এ সময় তিনি সকল সাংবাদিক ও তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনসহ দেশবাসীর মঙ্গল কামনা করেন। গত জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আওয়ামী ফ্যাসিবাদের হাতে গত বছর যারা নিহত ও শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article