Saturday, November 9, 2024

দেবহাটায় গাজীরহাট জামায়াতের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধি উপলক্ষ্যে দেবহাটার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৮দলীয় নকআউট আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর ২০২৪ রোজ শুক্রবার সকাল ৯টায় গাজীরহাট দেবীশহর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রশিদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও যুব বিভাগের উপজেলা সভাপতি এইচ এম ইমদাদুল হক । বিশেষ অতিথি ছিলেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সহ-সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী রবিউল ইসলাম, সহ-সেক্রেটারী শেখ রফিক হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়ন টিম সদস্য এহসানুল হক, যুব বিভাগের ইউনিয়ন সহ-সভাপতি খাইরুল ইসলাম, সেক্রেটারী খালিদ মাহমুদ প্রমুখ। উক্ত খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ২নং ওয়ার্ড ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় ২নং ওয়ার্ড টাইব্রেকারে ৩-১ গোলে ৪নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দা টুর্নামেন্ট হন ৫নং ওয়ার্ডের সাব্বির হোসেন, ম্যান অব দা ম্যাচ ৪নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন, সেরা গোলরক্ষক ২নং ওয়ার্ডের আব্দুস সালাম নির্বাচিত হন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article