Thursday, July 10, 2025

ডুমুরিয়ায় লটারি পদ্ধতিতে ডিলারশিপ নিয়োগ

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ১৪ ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচীর পণ্য সরবারহের জন্য পরিবেশক (ডিলার) নিয়োগ দেয়া হয়েছে। ০৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সম্প্রসারিত ভবনের হলরুমে এ নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থপনা, শিক্ষা ও আইটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
সরকারি নিয়ম-নীতি অনুয়ায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারী ডিলারদের উল্লেখিত লাইসেন্স, গুদাম-ঘর, ব্যাংকিং হিসাব পত্র পর্যলোচনা করেন। এরপর প্রত্যেক ইউনিয়নে আলাদা আলাদা ভাবে ভাগ্য লাটারির মধ্যেমে ডিলার নির্বাচিত করা হয়। এ প্রক্রিয়ায় ধামালিয়া ইউনিয়নে ডিলার নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, রঘুনাথপুর ইউনিয়নের থুকড়া বাজারে নাজমুল হুসাইন এবং শাহপুর বাজারে এফ এম মঞ্জুরুল হক, রুদাঘরায় মোঃ রফিকুল ইসলাম, খর্ণিয়ায় আতাউর রহমান, চুকনগর বাজার হাবিবুর রহমান, আঠারো মাইলে শাহজান শেখ, শোভনায় শেখ আব্দুল গফফার, শরাফপুরে এসএম শাহানুর রহমান, সাহসে নজরুল ইসলাম, ডুমুরিয়া বড় বাজারে আব্দুল গফুর খান ও ডুমুরিয়া বাজার মিজানুর রহমান, রংপুরে জি এম ওবাইদুর রহমান, কুলটি চৌরাস্তা মোড়ে এস এম শাহীন রেজা ও গুটুদিয়া মোড়ে জি এম হান্নান, মাগুরখালীতে সুখরঞ্জন সরকার ডিলার নির্বাচিত হয়েছেন। এছাড়া ওএমএস ডিলার নির্বাচিত হয়েছেন জিহাদুল ইসলাম, মোঃ আবু তাহের জোয়ার্দ্দার ও মাসুদ পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইবনে ইনসাদ আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা খানম, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article