Monday, May 20, 2024

সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের উদ্যোগে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষসেরা সম্মাননা প্রদান

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : “লুকায়িত প্রতিভা বিকাশই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের উদ্যোগে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষসেরা সম্মাননা ২০২২ প্রদান করা হয়েছে। ১০ জুন ২০২২ রোজ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্ধন শিল্পী সংসদের সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মাননা প্রদান করেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, বন্ধন টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমার ঘোষ প্রমুখ। এসময় ২০২২ বন্ধন টেলিমিডিয়া বর্ষসেরা খেতাব প্রাপ্ত শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। বর্ষসেরা ১৫ শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন বর্ষসেরা সংগঠক মো. জিয়াউল হক, সেরা সৃজনশীল শিল্পী সহকারী অধ্যাপক মো. ফরিদ উদ্দীন মাসউদ, সেরা মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আরিফুজ্জামান আপন, সেরা নায়ক আসিফুল আলম আসিফ, শহিদুল ইসলাম, নায়িকা সুমি জামান, খলনায়ক খালিদুর রহমান বাচ্চু, নূরুল হুদা, শিল্পী অতুল কুমার ঘোষ, অনুজিৎ কুমার মন্ডল, কৌতুক অভিনেতা শেখ মনিরুল ইসলাম মনির, ইব্রাহিম হোসেন, অভিনেতা কামরুজ্জামান, অভিনেত্রী মনিরা খাতুন ও সেরা নাট্যকার মুছা করিম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টিভি নাট্য পরিচালক মুছা করিম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article