Saturday, May 4, 2024

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৯ মে

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া ( খুলনা) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনার ডুমুরিয়ায় এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। ১৮ই এপ্রিল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। ২রা মে জমা দিতে হবে মনোনয়নপত্র আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে । এবং আজ প্রাথীদের নিয়ে এক প্রশিক্ষণের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে যার আনুষ্ঠানিক কার্যক্রম।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। ১৮ এপ্রিল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হল ২রা মে বৃহস্পতিবার। আর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে ৫ মে রোববার। আপিলের সুযোগ রয়েছে ৬-৮ মে সোম ও বুধবার পর্যন্ত এবং আপিল নিষ্পত্তির দিন হল ৯-১১ মে বৃহস্পতি ও শনিবার। তফসিলে প্রার্থীতা প্রত্যাহারের দিন হল ১২ মে রোববার এবং প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার। সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে বুধবার এবং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযন্ত বিরতিহীন ভাবে চলবে এ ভোট গ্রহণ। তবে এবারের নির্বাচনে প্রার্থীদেরকে তাদের মনোনয়নপত্র সংগ্রহে বা জমা দিতে সংশ্লিষ্ট কার্যালয়ে যেতে হবে না। নির্দেশিত নথিপত্র সবকিছু অন লাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে। শুধু মাত্র যাচাই বাছাইয়ের দিন স়ংশ্লিষ্ঠ কার্যালয়ে হাজির হতে হবে। তবে এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে জামায়াত হিসেবে জমা দিতে হবে ১ লক্ষ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে জমা দিতে হবে ৭৫ হাজার টাকা। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনার ডুমুরিয়ায় এরই মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ প্রাথীদের নিয়ে শুরু হচ্ছে ২দিন ব্যাপি নির্বাচনী প্রশিক্ষণ। যার মাধ্যমে প্রার্থীরা যথেষ্ট সচেতন হবেন। এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হবে। আর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে কোন প্রকার প্রভাব বা হানাহানি করার সুযোগ নেই।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article