Thursday, May 2, 2024

আশাশুনি প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় জাতীয় পর্যায়ে ভিডিও কনফানেন্সের মাধ্যমর সপ্তাহের শুভ উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডাঃ এবিএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। মেলায় বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, হাঁস-মুরগি, পাখিসহ ঔষধ ও খাদ্যের ৩০ টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article