নিজস্ব প্রতিনিধি : আগামী ৬ জুন আসন্ন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মে ২০২৪ রোজ শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা ও উপজেলা ফুটবল ক্রীড়া পরিবারের আয়োজনে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টে পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে গঠনমূলক বক্তব্য রাখেন গুড়পুকুর আদর্শ সংঘের সভাপতি অ্যাডভোকেট মো. মোসলেম আলী, সুলতানপুর ক্লাবের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক কাজী কবিরুল হাসান বাদশা, অনির্বাণ সংঘের সভাপতি মমিন উল্লাহ মোহন, উদিতি সংঘের সভাপতি আবু বকর মাস্টার, গণমুখী সংঘের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, রেফারি এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রফিক উল ইসলাম খান, ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী ২০২৪-২০২৮ কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচনে সভাপতি ০১ (এক) জন, সহ-সভাপতি ০২ (দুই) জন, কোষাধ্যক্ষ ০১ (এক) ও কার্যনির্বাহী সদস্য ০৯ (নয়) জনসহ মোট ১৩ (তের) জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচনের লক্ষ্যে নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেলে সভাপতি পদে লড়ছেন- শেখ নাসেরুল হক, সহ-সভাপতি পদে- ইঞ্জিনিয়ার কবীর উদ্দীন আহমেদ ও শাহজাহান আলী, কোষাধ্যক্ষ পদে- শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য পদে- ইকবাল কবির খান (বাপ্পি), মমিন উল্লাহ মোহন, ফারহা দীবা খান সাথী, আবুল কাশেম (বাবুর আলী), স.ম সেলিম রেজা (সেলিম), শেখ জাবের হোসেন, শেখ রফিকুর রহমান (লাল্টু), মো. রফিক-উল ইসলাম খান, শেখ মোশফিকুর রহমান মিল্টন, কাজী বেলাল হোসেন। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভায় উপস্থিত সকলে পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে পূণসমর্থন ও আস্থা জ্ঞাপন করেন। এসময় সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের অন্তভূক্ত ক্লাব প্রতিনিধি, ভোটার ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।