সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দৈনিক, জবাবদিহি ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি শাহজান আলী মিটুনের কন্যা নূর জাহান মাহির (১৮ মাস) চিকিৎসার খোজ খবর নেন- জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। আজ ২৯ অক্টোবর ২০২৪ রোজ মঙ্গলবার সন্ধায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, জেলা মিডিয়া বিভাগের সমন্বয়ক সাংবাদিক আবু সাইদ বিশ^াস, সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর জেলা টিম সদস্য উপাধ্যক্ষ আব্দুল ওয়ারেস, সহকারী সেক্রেটারী উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদর মিডিয়া বিভাগীয় সভাপতি আনিচুর রহমান সাংবাদিক কন্যা নূর জাহান মাহির চিকিৎসার খোজ খবর নেন এবং আরোগ্য কামনায় মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করেন।