Tuesday, November 18, 2025

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও এখন অনেক উন্নত-সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন-বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও এখন অনেক উন্নত। বিশেষ করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পরে আমরা এ সফলতা অর্জন করেছি। এখন আমাদের অর্থনীতিসহ সকল ক্ষেত্রে আরও উন্নয়ন হবে। আর এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। তিনি দৃঢ় মনোবল ও কঠিন চ্যালেঞ্জকে সামনে নিয়ে এ কাজে সফল হয়েছেন। যা দেখে আমাদের বিপক্ষ্যে থাকা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি-জামাত প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছে। এমন কোন ষড়যন্ত্র নেই যা তারা করছে না। তবে আমাদের প্রশাসনিক কাঠামো অনেক মজবুত থাকায় তারা কোন দিক দিয়ে সফল হতে পারছে না। তারপরও কিছু ইস্যু নিয়ে বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি করে যাচ্ছে। তাতে এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি অন্য দিকে যাচ্ছে। আজ ১৫ জুলাই ২০২২ রোজ শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের অর্থায়নে উন্নয়ন চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ী মঠ আশ্রমে পূজা পরিষদ নেতা বিশিষ্ট শিল্পপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এখানে কিছু মানুষ সঠিক বিবেচনা না করে মন্তব্য করেন। যা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের কিছু অতি উৎসাহী ছেলেমেয়ে হুটহাট কমেন্ট করে। এগুলো কখনো করা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে আমরা সবাই মানুষ। জাতি হিসেবে আমাদের ধর্ম আলাদা থাকতে পারে। কিন্তু অন্য ধর্মের দোষত্রুটি খুজে আবার তা নিজের মত করে মনগড়া পোষ্ট দেয়া যাবে না। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুজা পরিষদ নেতা অধ্যাপক বিষ্ণুপ্রসাদ মল্লিক, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, রংপুরের চেয়ারম্যান অধ্যক্ষ সমারেশ চন্দ্র মন্ডল, রঘুনাথপুরের চেয়ারম্যান মনোজিত বালা, শিক্ষক দেবাশীষ চন্দ, পরিষদ নেতা তপন কুমার সাহা, অশোক কুমার আচার্য্য, অধ্যাপক নারায়ণ চন্দ্র মন্ডল, পরিমল কুন্ডু, দেবাশীষ মন্ডল, কবি তুষার দত্ত, লিটন বিশ্বাস, উত্তম বিশ্বাস, রাখি অধিকারী, ফকির কৃষ্ণপদ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে পুজা পরিষদের ১৪টি ইউনিয়ন শাখার সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন এবং তাদের হাতে বিভিন্ন মন্দির, মঠ, শ্মশান, অসহায় শিক্ষার্থীদের উপবৃত্তি ও অস্বচ্ছল পরিবারের উন্নয়ন চেক বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article