তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সর্ববৃহৎ ক্রিকেট আসর পাইকগাছা প্রিমিয়ার ক্রিকেট লীগ (পিপিসিএল) টুর্নামেন্টের ফাইনালে লস্কর লায়ন্স ক্রিকেট একাদশকে পরাজিত করে মরিয়ম ট্রেড কর্পোরেশন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ ২৬ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার বিকালে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে মরিয়ম একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে লস্কর লায়ন্স একাদশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান করে। লস্করের পক্ষে রাকিব ৩২ বলে সর্বোচ্চ ৮৬ রান করে। জবাবে মরিয়ম একাদশ ৭ উইকেটে ১৯ ওভার ২০৫ রান করে ৩ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মরিয়ম একাদশের সোহাগ ৩৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়। টুর্নামেন্টে ১২ উইকেট নিয়ে ডালিম সেরা বোলার, ২৩৩ রান ও ৯ উইকেট নিয়ে লস্কর একাদশের ফাহিম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়। টুর্নামেন্টে বিজয়ী টিমকে ১ লাখ টাকা সহ চ্যাম্পিয়ন ট্রফি ও রার্নাস আপ টিমকে ৫০ হাজার টাকা সহ রার্নাস আপ ট্রফি প্রদান করা হয়। খেলা শেষে ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, জিএম আব্দুস সালাম কেরু, মেয়র পত্নী আলহাজ্ব ফাতেমা জাহাঙ্গীর, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান হ্যাপি, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু ওড আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু। খেলা পরিচালনা করেন, গিয়াস উদ্দীন বাবু, তৌহিদুর রহমান ও মাহমুদুল হাসান রুবেল। ধারাভাষ্যে ছিলেন, আশরাফুজ্জামান টুটুল, রাকিব, সেলিম, বাশারুল ইসলাম বাচ্চু, তাপস ও তুফান।
