Saturday, July 27, 2024

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আগামী ২৯ মে অনুষ্ঠিত খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ ১৩ মে ২০২৪ রোজ সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা খুলনার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটর সাইকেল), যুগ্ম—সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (আনারস), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ (দোয়াত কলম), সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা (কাপ পিরিচ) ও মোঃ আছাদুল বিশ্বাস (হেলিকপ্টার) ।
ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), প্রভাষক বজলুর রহমান (টিয়া পাখি), যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এসএম হাবিবুর রহমান (চশমা), মিলন মোহন মন্ডল (আইসক্রিম) ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। এদিকে প্রতীক পাওয়ার পর পরই স্ব স্ব প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা এলাকায় গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য, গত ১২ মে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। অপরদিকে ঋণ খেলাপির দায়ে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রভাষক আব্দুল ওহাব বাবলুর মনোনয়ন বাতিল হলে উচ্চ আদালতের শুনানি রয়েছে আগামীকাল ১৪ মে ২০২৪ রোজ মঙ্গলবার।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article