Thursday, November 13, 2025

“নলতায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন”

Must read

 

প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ থেকে : নলতায় বীর মুক্তিযোদ্ধা ও টেক্সটাইল মিলের সাবেক ডিজিএম ইসরাইল হোসেন মোড়ল (৭৪) আর নেই। তিনি ১৮ জুলাই ২০২২ রোজ সোমবার বিকাল ৫ ঘটিকার দিকে ঢাকার বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ইন্নানিল্লাহি… রাজিউন।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন পূর্ব নলতা গ্রামের মৃত আব্দুল করিম মোড়লের জ্যেষ্ঠ পুত্র ও ডাক্তার বিপ্লব এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন মোড়ল মৃত্যুকালে স্ত্রী, ১ মাত্র পুত্র ডা: বিপ্লব, ডা: পুত্রবধূ, আলহাজ্জ মোকছের মোড়ল, অকছেদ মোড়ল, সাবেক মেম্বর মো. রফিকুল ইসলাম খোকন সহ ৪ ভাই, ৫ বোন সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন মোড়ল এর নামাজে জানাযা ১৯ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার বাদ যোহর পূর্বনলতা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযা পরিচালনা করেন পূর্বনলতা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল অহেদ।

পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান এবং বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে থানার একদল চৌকস পুলিশ সদস্য কর্তৃক গার্ড অফ অনার প্রদান শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ভাই, ভাইপো, ভগ্নিপতি, অন্যান্য আত্মীয়-স্বজন, উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, আনিছুর রহমান সরদার, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সংবাদকর্মী, ব্যবসায়ী, এনজিওকর্মী,রাজনীবিদ তথা নানা শ্রেণি-পেশার অসংখ্য মুসল্লী।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article