Thursday, November 13, 2025

তেরখাদায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও কিশোর কিশোরী ক্লাবের সিএমসির সভা অনুষ্ঠিত

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : আজ ২৩ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় তেরখাদায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাবের সিএমসির সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, সরকারী নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু।
এসময় উপস্থিত ছিলেন তেরখাদা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, কেএম আলমগীর হোসেন ও এসএম দীন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সাংবাদিক নুর মোহাম্মদ সিফাত ও এস.এম মফিজুল ইসলাম জুম্মানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article