Tuesday, November 18, 2025

তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো, দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসন হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা এবং মৎস্য পুরস্কার বিতরণ করা হয়। আজ ২৪ জুলাই ২০২২ রোজ রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে এসে মাছের পোনা উপমুক্ত করেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসন হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। অন্যানের মধ্যে বক্তৃতা প্রদান করেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা আ’লীগের সেক্রেটারি কে,এম আলমগীর হোসেন মৎসচাষী সাকিল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান,সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ পল্লী দারিদ্র কর্মকর্তা ফেরদাউসী বেগম সরঃ নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত,সাংবাদিক হামিম বিল্লাহ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা দীপঙ্কর পাল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article