তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার তেরখাদা উপজেলা নদী-নালা হাওর বাওর খাল বিল দ্বারা বেষ্টিত। উপজেলার প্রতিটি হাটবাজারে এমনকি জেলার মাছ বাজারগুলোতেও তেরখাদার জলাশয়ের দেশি প্রজাতির অনেক মাছ কেনাবেচা হতো। কিন্তু বর্তমানে তেরখাদার জলাশয় গুলোতে দেশি প্রজাতির মাছ আশঙ্কা জনক হারে হ্রাস পেয়েছে। কিছু কিছু মাছ একেবারে বিলুপ্তি হয়েছে আবার অনেক মাছ বিলুপ্তির পথে। উপজেলার বিভিন্ন মাছের বাজারে গিয়ে দেখা যায় দেশি প্রজাতির বোয়াল,পাবদা, সরপুটি, রয়না, ফোলই ইত্যাদি মাছ বাজারে ওঠে ই না। ভবিষ্যৎ যদি দু একটি মাছের দেখা পাওয়া যায় তাও আবার দামে অনেক চড়া। উপজেলা সচেতন মহল ধারণা করছে, কৃষি ফসল উৎপাদনে মাত্রা অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, নিরাপদ প্রজননের স্থলের অভাব, কারেন্ট জাল, চায়না দয়ারি জাল, ভেসাল জাল দিয়ে মাছের পোনা শিকার ইত্যাদি কারণে দিন দিন দেশি প্রজাতির মাছ গুলো বিলুপ্তি হচ্ছে। এ প্রসঙ্গে তেরখাদা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল জানান”দেশি প্রজাতির মাছ রক্ষায় আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে তার মধ্যে, খালের গভীরতা সৃষ্টি করে মাছের প্রজনন স্থল সৃষ্টি, কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল, ভেসাল জাল উচ্ছেদ অভিযান চলমান ও মোবাইল কোর্ট চলমান রয়েছে।
