তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে কপিলমুনি সনাতনকাটি গ্রামের হতদরিদ্র মিনহাজুল ইসলাম এর চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে।
আজ ১৬ জুলাই ২০২২ রোজ শনিবার সকালে ভারতে চিকিৎসাধীন মিনহাজুল ইসলাম এর মাতা নাছিমা বেগম এর হাতে চিকিৎসা সেবার জন্য ৫,০০০/- টাকার চেক প্রদান করেন মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক নিগার সুলতানা নিপা।
এসময় আরো উপস্হিত ছিলেন মানউন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ট্রাতা তালা সদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, বিশিষ্ট পশুচিকিৎসক মোঃ মহাতাব উদ্দীন শেখ, ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু। মানব উন্নয়ন ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যানে নিবেদিত হয়ে দীর্ঘদিন সেবাদান করে আসছেন বলে জানা গেছে।
প্রকাশ, পাইকগাছা উপজেলার কপিলমুনি সনাতনকাটি গ্রামের হতদরিদ্র বাস ড্রাইভার শফিকুল ইসলামের একমাত্রপুত্র শেখ মিনহাজুল ইসলাম (১১)। মিনহাজুল ইসলাম এর দেওয়াল চাপা পড়ে কিডনি থেকে প্রশাব এর রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যার পরবর্তীতে ক্যানল দিয়ে পেট ছিদ্র করে প্র¯্রাব এর রাস্তা বাহিরে ব্যাগের মধ্যে দেওয়া হয়। মিনহাজুল ইসলাম এখন ভারতের ভেলরে সি,এম,সি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপারেশন ছাড়া তার চিকিৎসা সম্ভব নয় প্রচুর টাকার প্রয়োজন।
এ বিষয়ে শেখ মিনহাজুল ইসলাম এর মা নাছিমা বেগম জানান. তার ছেলে এখন কলকাতার ভ্যালরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখনো তিন চার লাখ টাকার প্রয়োজন। ছেলের সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি।
