Tuesday, November 18, 2025

তালার পরিবেশ কর্মী শফিকুল ইসলাম’র থাইল্যান্ড যাত্রা

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ (আইসিএসডব্লিউ) উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ১ সপ্তাহের জন্য থাইল্যান্ড যাচ্ছেন তালার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপালী পরিচালক শফিকুল ইসলাম। সুশীল প্রকল্পের আওতায় সাতক্ষীরা সমতা ফোরাম (সিএসও হাব) এর পক্ষ হতে আগামী ৩১ অক্টোবর বিকালে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে।
উল্লেখ্য, ভূমিজ ফাউন্ডেশন’র বাস্তবায়নে, একশনএইড’র সহযোগিতায় সুশীল প্রকল্প সাতক্ষীরা জেলার মধ্যে ১৩টি সিভিল সোসাইটি সংস্থা নিয়ে কাজ করে। এই ১৩টি সংস্থার সমন্বয়ে গঠিত হাব’র সাধারণ সম্পাদক হিসেবে রুপালী পরিচালক শফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ হলো বিশ্বব্যাপী নাগরিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ, যা আগামী ১-৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত থাইল্যান্ডেনর ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই সমাবেরেশর মূল আয়োজক হলো সিভিকাস গ্লোবাল সিভিল সোসাইটি অ্যালায়েন্স এবং এশিয়া ডেমোক্রেসি নেটওয়ার্ক। ২০২৫ সালের এই সম্মেলনের মূল বিষয় হলো- জনগণের কর্মকান্ড উদযাপন : আজকের বিশ্বের জন্য গণতন্ত্র, অধিকার এবং অন্তর্ভুক্তির পুনর্গঠন।
উল্লেখ্য, রুপালী পরিচালক শফিকুল ইসলাম একাধারে তালা নাগরিক কমিটির সাধারন সম্পাদক, তালা উপজেলা অন্ত্যজ পরিষদের উপদেষ্টা এবং জলবায়ু ও পরিবেশ কর্মী। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। শফিকুল ইসলাম সকলের নিকট দোয়া চেয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article