সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকার শেখ নাহিদ হাসান (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে গত ২রা জুন বৃহস্পতিবার সন্ধ্যায় রুপসা থানাধীন নৈহাটীর বাগমারা এলাকা থেকে হারিয়ে গেছে। ছেলেটি রুপসার অচিনতলা মাদ্রাসার ছাত্র। এ বিষয়ে তার মা আমেনা বেগম বাদী হয়ে গত ৬জুন রুপসা থানা একটি সাধারণ ডায়েরি করেন যার নং-২৭৩।
জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে শেখ নাহিদ হাসান হারিয়ে গেছে। সে রুপসা উপজেলার অচিনতলা মাদ্রাসায় পড়াশুনা করে। গত ২রা জুন সন্ধ্যায় সে মাদ্রাসা থেকে হয় বলে জানা গেছে। এরপর তার মা আমেনা বেগমকে ফোনে জানায় সে রুপসার বাগমারা এলাকায় আছে। তারপর থেকে ছেলেটির আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে মা আমেনা বেগম জানান, ওইদিন সন্ধ্যায় অন্য একটি মোবাইল দিয়ে আমার সাথে নাহিদের কথা হয়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাচ্ছি না। সম্ভব্য সব জায়গায় দিয়ে আত্নীয়-স্বজনদের কাছে খোঁজ নিচ্ছি কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রুপসা থানায় একটি জিডি করেছি। ছেলেটি আজ ১৭দিন ধরে হারিয়ে গেছে।
