Tuesday, November 18, 2025

ডুমুরিয়ায় শুটারগান-চাপাতিসহ ২ডাকাত আটক

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পঞ্চু গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-চাপাতিসহ দুইজন আটক হয়েছে। ১৭ জুলাই ২০২২ রোজ রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দু’টি মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ১৭ জুলাই ২০২২ রোজ রোববার রাতে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চু গ্রাম এলাকায় চার যুবক ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে একটি ব্যাটারি চালিত ভ্যানসহ গ্রামের কিঞ্জয় মন্ডলের বাড়ির তাদেরকে অবস্থান করতে দেখা যায়। এরই মধ্যে মুঠোফোনে খবর আসে ভ্যানগাড়িটি তারা অস্ত্র ঠেকিয়ে জিলেরডাঙ্গা এলাকা থেকে ছিনিয়ে এনেছে। ওই খবরেই কিছুক্ষণের মধ্যে গ্রামের লোক একত্রিত হয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এ সময় কৌশলে দু’জন পালিয়ে যায় এবং দু’জন জনতার হাতে আটক হয়। আটক দু’জন হল উপজেলার টোলনা দক্ষিণপাড়া এলাকার মুজিবর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৭) ও একই গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩০)। আটকের সময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ১টি চাপাতি ও ১টি গুলি পাওয়া যায়।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। গণপিটুনীতে আহত হওয়ায় তাদেরকে ডুমুরিয়া হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। আর তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ভাবে ২টি মামলার প্রস্তুতি চলছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article