সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের ডুমুরিয়া উপজেলায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে খান আবু বক্কার ও আব্দুল হালিম মুন্না’কে সদস্য সচিব নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়। আজ ২৪ জুলাই ২০২২ রোজ রোববার নব-গঠিত এ কমিটির নেতৃবৃন্দরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিচিতিসহ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎ পর্বের আগে তারা ডুমুরিয়া উপজেলা মহান স্বাধীনতা স্মৃতি পরিষদ চত্ত্বরে যান এবং সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সাথে মিলিত হন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের কার্যালয়ে গিয়ে এক পরিচিতি পর্ব শেষে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। একই ভাবে ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমীনা পারভীন রুমা’র সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কমিটির আহবায়ক খান আবু বক্কার ও সদস্য সচিব আব্দুল হালিম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সরদার মাসুদ রানা, মুজাহিদুল হক, নাজমুল হোসেন বকুল, সঞ্জয় মল্লিক, আব্দুল গফফার, দেবব্রত সরদার, আয়ুব আলী, মনোজ সরকার, মনিরুল ইসলাম, পলাশ দাস, নার্গিস সুলতানা, শফিকুল ইসলাম শফি, তরুণ কুমার সরকার, পলাশ হালদার প্রমুখ।
