সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ ঘটনার প্রতিবাদে খুলনার ডুমুরিয়ায় এক মানব বন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওপর সাংস্কৃতিক সংগঠন রক্তিম খেলাঘর আসর ও শিশু মঞ্চ যৌথ ভাবে এ কর্মসুচী’র আয়োজন করে। মানব বন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টি নেতা কমরেড শেখ সেলিম আক্তার স্বপন, বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদের সভাপতি শফিক আহমেদ, শিক্ষক নারায়ণ চন্দ্র জোর্দ্দার, সাংস্কৃতিক সংগঠক শেখ মোশাররফ হোসেন, মঞ্চ নাটক সংগঠক বিপ্লব সরকার, নিরাপদ সড়কের খান মহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিতিশ রায় ও আব্দুর রহমান। প্রায় ১ঘন্টা ব্যাপি এ কর্মসুচীতে ওই সংগঠন দু’টি কোমলমতি শিশু-কিশোররাসহ অন্যান্য শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
