Monday, November 17, 2025

ডুমুরিয়ায় মহিলা আ’লীগের বর্ধিত সভা

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুলাই ২০২২ রোজ শনিবার বিকেলে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া মহিলা কলেজের হলরুমে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি তহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক নাজনীন নাহার চম্পা। উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসনা হেনা’র সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা নেতা সরদার আবু সালেহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার। সভায় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের মোল্ল্যা সোহেল রানা, শীলা রানী মন্ডল, মাকসুদা আক্তার রাখি, শারমীনা পারভীন রুমা, জাহানারা বেগম, যুবলীগের গোবিন্দ ঘোষ, যুব মহিলা লীগের বিভা রানী বিশ্বাস, ললিতা রানী সরদার, পারভীন আক্তার, মিনু সাহা, অর্চনা রানী সরকার ও ছাত্রলীগের খান আবুল বাশার প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article