সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ঈদ উৎসব শেষে বাড়ি ফেরার পথে ভ্যানের চাকার সাথে গলায় ওড়না জড়িয়ে খাদিজা আক্তার মীম (১১) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে ১৫ জুলাই ২০২২ রোজ শুক্রবার সকালে মামাবাড়ি থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনার শিকার হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার আন্দুলিয়া গ্রামের জাহিদুল ইসলাম বিশ্বাসের ছোট মেয়ে খাদিজা আক্তার মীম ঈদ উৎসবে হাসানপুরস্থ মামাবাড়িতে বেড়াতে যায়। উৎসব শেষে ১৫ জুলাই ২০২২ রোজ শুক্রবার সকালে ভ্যানে করে মায়ের সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাসানপুর ফুটবল খেলা মাঠের পাশে পৌঁছালে ভ্যানের চাকার সাথে মীমের ব্যবহৃত ওড়নাটি জড়িয়ে গেলে সে রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীম মারা যায়। নিহত মীম আন্দুলিয়া সরকারি প্রাথমিক স্কুলে ৫ম শ্রেনীতে পড়তো। তার অকাল মৃত্যু’তে এলাকায় শোকের মাতন চলছে।
