সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-’২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবারে র্যালী ও আলোচনা সভা অুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে এবং এতে অংশ গ্রহন করেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মামুনুর রশিদ, অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডাঃ সুলতানা জিনাত ফতেমা, সহকারি কর্মকর্তা মোঃ সামছুজ্জামান, মোঃ খুররম হোসেন, রবীন্দ্রনাথ মন্ডল ও আছাবুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মীরা। পরে উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্য সেবার ওপরে বিশেষ অবদান রাখায় উপজেলার ৬জন কর্মীর হাতে সন্মান সনদ তুলে দেয়া হয়। উলেখ্য যে, বিশ্ব জনসংখ্যা দিবসটি ছিল ১১জুলাই। কিন্তু ওই দিনে সরকারি ছুটি থাকায় গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার দিবসটি পালিত হয়েছে।
