সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী জীবিকায়ন প্রকল্প ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ৩দিন ব্যাপি আয় বর্ধনমুলক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ ২৬ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া বিআডিবি অফিসের মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেসে নিসা’র সভাপতিত্বে প্রশিক্ষণের প্রধান অতিথি ও শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রকল্প পরিচালক মোঃ আলমগীর আল নেওয়াজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-পরিচালক একেএম আশরাফুল ইসলাম। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করেন প্রকল্প পরিচালক ডুমুরিয়া শাখার রিপন কুমার এবং প্রশিক্ষক হলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা। আগামী কাল ২৭ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার সমাপনী দিনে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। জানা গেছে, আয় বর্ধনমুলক ৩দিন ব্যাপি এ প্রশিক্ষণে বিআরডিবি’র ৪০ জন নারী সদস্য অংশ গ্রহন করে এবং তাদেরকে দুগ্ধজাত গাভী পালন ও গরুর খামারি বিষয়ে অবিহিত করা হয়।
