Monday, November 17, 2025

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-’২২ উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে। সপ্তাহ ব্যাপি এ কর্মসুচীর মধ্যে আজ ২৩ জুলাই ২০২২ রোজ শনিবার সকাল থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। কর্মসুচীর মধ্যে সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং, ব্যানার, ফেস্টুন এর মাধ্যমে প্রচার প্রচারণা করা হয়। এরপর বেলা ১১টায় উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশীদ। এ সময় আর উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুল কাদের, সহকারি মৎস্য অফিসার চিত্তরঞ্জন পাল, টেকনিক্যাল অফিসার মোঃ আশিকুর রহমান, প্রনব কুমার দাস, ইভান আহমেদ প্রমুখ। সভায় ডুমুরিয়া উপজেলায় মাছের উৎপাদন ও দেশীয় জাতের মাছ পাবদা, শোল, কৈ ও সিং নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাছের বাজার ব্যবস্থাপনা, সাগরগামী জেলেদের জন্য করনীয়, চিংড়ীতে অপদ্রব্য পুশ বন্ধসহ মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলা ও সরকারি জলাশয় খাল নদীনালার ওপরে থাকা সকল প্রকারের নেটপাটার বাঁধ উচ্ছেদ করে সেখানে মাছের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলা নিয়ে আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article