Monday, November 17, 2025

ডুমুরিয়ায় ঘর পেয়েছেন ৯০ পরিবার

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে ডুমুরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশ ব্যাপি ২৬,২২৯ ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্থান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়েছে। আজ ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্টানের মুল কার্যক্রম শুরু হয়। এর পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রম পর্দায় দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনরি রশীদ, অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে গৃহ পেয়েছেন এমন ৯০টি পরিবারের পরিজনরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article