সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় ভোক্তাদের তথ্য যাচাই ও সফটওয়্যারের মাধ্যমে ডিজিটার ডাটাবেজ প্রনয়ন কার্যক্রমের ওপর কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই ২০২২ রোজ বুধবার বিকেলে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তৈয়েবুর রহমান, খাদ্য পরিদর্শক পল্লব কুমার ঘোষ, উপ-খাদ্য কর্মকর্তা শিউলী রানি মুখার্জী, খর্ণিয়ার চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ভান্ডারপাড়ার চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, রুদাঘরার চেয়ারম্যান গাজী তৌহিদ, মাগুরাঘোনার চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, গুটুদিয়ার চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন, আটলিয়ার চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, ধামালিয়ার চেয়ারম্যান জহুরুল হক, সদরের ইউপি সদস্য খান আবু বক্কার, সাহসের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, উদ্যোক্তা আব্দুল কাদের বিশ্বাস ও ডিলার জিএম ইছাক আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনসহ ১৪ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, ইউডিসি(উদ্যোক্তা) ও খাদ্য বান্ধব ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।
