সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার শোভনা ঐক্যতান যুব সংঘ মাঠে ১৬দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের আজ ১৭ নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শোভনা ইউনিয়ন পরিষদ আয়োজিত এ খেলায় যে দু’টি শক্তিশালী দল অংশ গ্রহন করে তারা হল ডুমুরিয়া ইউনিয়ন দল বনাম হরিদাসকাটি ইউনিয়ন দল। নির্ধারিত ৭০ মিনিট সময়ের খেলায় ছিল টানটান উত্তেজনা এবং প্রথমার্ধে ১-১ গোলে সমতা রেখে দু’দল মাঠ ছাড়ে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলায় উত্তেজনা আরও বেড়ে যায় এবং পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে আবারও ১-১ গোলে খেলা সম্পন্ন হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে ডুমুরিয়া দল-৪-৩ গোল ব্যবধানে জয়লাভ করে। খেলায় বিজয়ী দলের পক্ষে বিদেশী ফুটবলার (ঘানা) ভিক্টর শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, শিবপদ গোলদার, খেলা পরিচালনা কমিটির মিলন কান্তি মল্লিক, নওশের আলী বাগাতি, শেখ কামরুজ্জামান টিপু, অশোক কুমার সরকার, খান দেলোয়ার হোসেন দিলু, কানাইলাল মল্লিক, আশিষ কুমার পাল, ইউপি সদস্য আব্দুর রশিদ শেখ ও দেবব্রত সরদার, কুমারেশ বৈদ্য, গনেশ মন্ডল, দয়াল চক্রবর্তী প্রমুখ।