Tuesday, November 18, 2025

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাইকগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনার পাইকগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই ২০২২ রোজ শনিবার দুপুরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য চাষকে সামাজিক আন্দোলনে রূপদেন। ওই সময় বঙ্গবন্ধু ভবিষ্যদ্বাণী করেছিলেন, “মাছ হবে এ দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ”। জাতির পিতার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে মৎস্য বান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ সফল হয়েছে। এর ফলে একদিকে যেমন দেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণতা হওয়ায় সাধারণ মানুষ স্বল্পমূল্যে মাছ ও পুষ্টি পাচ্ছে। অন্যদিকে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে। আজ বাংলাদেশে তৈরী পোশাক শিল্পের পরই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ। ২০২০-২১ অর্থ বছরে মাছ উৎপাদনের ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। আর মাছ উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। একই অর্ধবছরে ৭৬.৫৯২ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৪ হাজার ৮৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। মৎস্য কর্মকর্তা বলেন, সারাদেশের ন্যায় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণা, সংবাদ সম্মেলন, র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার প্রদান, মতবিনিময়, মোবাইল কোর্ট পরিচালনা, বিশেষ সেবা প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সহ সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জিএ গফুর, জি এম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক বি সরকার, রবিউল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, আসাদুল ইসলাম আসাদ, পূর্ণ চন্দ্র মন্ডল, অমল মন্ডল, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও সুমন কুমার।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article