সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-’২২ উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আজ ২৪ জুলাই ২০২২ রোজ রোববার সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সপ্তাহ ব্যাপি এ কর্মসুচীর অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১০টায় র্যালী বের হয়। এরপর উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মামুনুর রশীদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমীনা পারভীন রুমা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, আড়ৎ মালিক মেজবাউল আলম টুটুল ও আব্দুল হালিম, অরিন্দম মল্লিক ও জয় প্রকাশ বিশ্বাস প্রমুখ। সভা শেষে মাছ চাষের ওপর ভিত্তি করে উপজেলার ৫জনকে সনদপত্র ও পুরস্কার প্রেরণ করা হয়।
