তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনার পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য বিভাগ এর আয়োজনে আজ ২৪ জুলাই ২০২২ রোজ রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালক মোহাঃ কামরুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৎস্য চাষী আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম, সুনীল মন্ডল। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
