Sunday, June 15, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শরিফুলের মায়ের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে কর্মরত অফিস সহায়ক মো. শরিফুল ইসলামের মাতা হাসিনা বেগম আজ ২৬ অক্টোবর ২০২৪ রোজ শনিবার ভোর ৫টায় বাগেরহাটের রামপাল উপজেলার উজলপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ২৬ অক্টোবর ২০২৪ রোজ শনিবার সকাল ১১টায় উজলপুর স্কুল মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম অতিথি ভবনের অফিস সহায়ক মো. শরিফুল ইসলামের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং অতিথি ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article