মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা : সিলেটের কোম্পানিগঞ্জে বন্যার্তদের মধ্যে প্রায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে খাদ্রসামগ্রী বিতরন কওে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীদের। এর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, লবন, চিড়া, পিয়াজ, সাবান, শুকনো ঝাল, গুড়। ওয়ান প্যারা-কমান্ডো ব্যাটালিয়ান ইউনিটের পক্ষ থেকে প্যারা কমান্ডো এম এফ মেজর ইমরান আল জিহাদ ও তার টিম। খুলনা পলিটেকনিক এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে সিলেটে বন্যার্তদের সাহাযার্থের গত ২১ জুলাই থেকে মোট ৪ দিন শিক্ষার্থী টিম লিডার, এক্স ক্যাডেট কর্পোরাল লামিয়া আক্তার লাম, ক্যাডেট সার্জেন্ট সাব্বির আহম্মেদ, জিৎ বিশ্বাস, মোঃ সাজিম, মোঃ তারিকুল, মোঃ নাঈমুর রহমান সাগর সহ মোট ৩০ জনের একটি টিম খুলনার বিভিন্ন হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যক্তির নিকট থেকে গন চাঁদা আদায় করে। খুলনা পলিটেকনিক এর সাবেক শিক্ষর্থী এক্স ক্যাডেট কর্পোরাল লামিয়া আক্তার লাম বলেন প্রথমে আমি নিজ থেকে প্লানটি মাথায় নেই, তারপর সকলের সাথে আলোচনা করে আমরা কালেকশনে বের হয় সাধারন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাই। আমরা ৪ দিনে মোট ১ লক্ষ ৪৬হাজার টাকার মতো কালেকশন করি। এ টাকা দিয়ে আমরা খাদ্যসামগ্রী ক্রয় করি এবং কিছু নগদ টাকা বানভাসি মানুষদের দেয়া হয়। এছাড়া খুলনা পলিটেকনিক এর শিক্ষকবৃন্দ পক্ষ থেকে সিলেট বানভাসি মানুষের খাদ্রসামগ্রী বিতরনের জন্য শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া বাবাদ প্রায় ১২ হাজার টাকা প্রদান করেন।
