Monday, November 17, 2025

খুলনা পথের বাজার চেকপোষ্টে গানপাউডার উদ্ধার : আটক ১

Must read

 

মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা : খুলনা খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে গানপাউডার সহ একজন কে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। পথের বাজার ফাঁড়ির ইনচার্জ এস আই রাকিবুর ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সহ নিয়মিত তল্লাশী চলাকালে গানপাউডার সহ ১ যুবককে আটক করে। আটকৃত যুবক খুলনার বানিয়াখামার ২৭ নং লেনের বাসিন্দা মোঃ খায়রুল আলম (৩০) । আটককৃত খায়রুল আলমের স্বীকারোক্তি অনুয়ায়ি খানজাহান আলী থানা পুলিশ ঘটনায় জড়িত আরো ২ জনকে আটকের জন্য অভিযান চলছে। তদন্তের স্বার্থে উদ্ধারকৃত গানপাউডারের পরিমান জানাতে চায়নি পুলিশ। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সোমবার বেলা ৩ টার দিকে পথেরবাজার এলাকা থেকে গানপাউডার সহ খায়রুলকে আটক করা হয় আটক খায়রুল এর বিরুদ্ধে খুলনা সদর থানা ও রাঙ্গামাটি থানায় মামলা রয়েছে ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article