Thursday, November 13, 2025

খানজাহান আলী থানা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের বিরুদ্ধে ওসি কামাল হোসেনের ঝটিকা অভিযান

Must read

 

মিহির, শিল্পাঞ্চল (খুলনা) : খুলনা খানজাহান আলী থানা এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা টহল চালায় থানা পুলিশ আজ ২৩ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার ভোর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে। পুলিশ থানা এলাকার শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রেল লাইন এর আশপাশ এলাকা, শিরোমনি হাফেজিয়া মাদ্রাসা, আলিম মাদ্রসা, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিযান চালায়। অভিযানে খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান নেতৃত্ব দেন। থানা পুলিশ সূত্র জানায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গড়ে উঠা অবাঞ্ছিত আড্ডা, উঠতি বয়সী কিশোরদের আনাগোনা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা বন্ধের জন্য কার্যক্রম। মূলত বিভিন্ন এলাকায় যেন গ্যাং কালচার গড়ে না উঠতে পারে এজন্য এই অভিযান। ওসি মোঃ কামাল হোসেন খান জানান, থানা এলাকাতে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি বিট পুলিশিং এলাকায় এ কার্যক্রম চলমান থাকবে। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটে ও ইভটিজিং এর বিরুদ্ধে থানা পুলিশের এরকম কর্মকান্ডের প্রশংসা করছেন এলাকার সাধারন মানুষ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article