Thursday, November 13, 2025

কুয়েট ও বিসিএসআইআর এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই ২০২২ রোজ বুধবার বিসিএসআইআর এর সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে কুয়েট এবং বিসিএসআইআর মধ্যে টেকনিক্যাল এবং সায়েন্টিফিক তথ্য ও প্রকাশনার বিনিময়, অনলাইন ডাটাবেজ এবং জার্নাল বিনিয়ম সুবিধা, যৌথভাবে সায়েন্টিফিক, টেকনিক্যাল সেমিনার, সিম্পোজিয়া এবং কনফারেন্সের আয়োজন, আন্ডারগ্রাজুয়েট ও পোষ্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের এ্যাডভান্স রিসার্স টপিকের যৌথ তত্ত্বাবধায়নসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা করা সম্ভব হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং বিসিএসআইআর এর পক্ষে স্বাক্ষর করেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আফতাব আলী শেখ। এসময় কুয়েটের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বাদল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, প্রফেসর ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন এবং বিসিএসআইআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. ম. আব্দুল গফুর ও রিসার্চ কো-অর্ডিনেটর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ অহেদুল আকবরসহ বিসিএসআইআর এর সদস্য, ডিরেক্টর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিস্ট ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article