আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার গাজীপুরে জোরপূর্বক ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের আক্রমনে ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত সাংবাদিক ফায়জুল কবীরকে আশাশুনি হাসপাতালে ভর্তির পর সাতক্ষীরা সদরে রেফার করা হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে শ্রীউলা ইউনিয়নের গাজীপুর মৌজায় এ ঘটনা ঘটেছে।
গাজীপুর গ্রামের আঃ গফুর গাজীর ছেলে দৈনিক সমাজের কথার উপজেলা প্রতিনিধি ফায়জুল কবির বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্রে এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গাজীপুর মৌজায় গাজীপুর বিলে বাদীর ক্রয়কৃত ১ একর সম্পত্তি রয়েছে। জমি ক্রয় করার পর হতে বাদী ভোগ দখলে থেকে সেখানে ধান চাষ করে আসছেন। বিগত বর্ষার মৌসুমে ঐ সম্পত্তিতে বাদী ধান লাগান।কাকড়াবুনিয়া গ্রামের মৃত আনারুল হক গাজীর ছেলে ইয়াছিন আলী গাজী, মৃত আঃ আজিজ সরদারের ছেলে রবিউল ইসলাম ওরফে নাফিজ ইকবাল, তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন অজ্ঞাতনামা ১৮/২০ জন অজ্ঞাতনামা লাঠিয়ালদের সহায়তায় কিছুদিন যাবৎ জমির ধান কেটে নেওয়ার ষড়যন্ত্র করাসহ সম্পত্তির আশেপাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে আসছে। এমতাবস্থায় গত ১১ নভেম্বর সকাল ৮ টার সময় অভিযুক্তরা বেআইনী জনতাবদ্ধে হাতে দা, চাইনিজ কুড়াল, কাচি, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি সহকারে সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধান কাটতে শুরু করে। বাদী, বাদীর আপন ভাই আবুল কালাম, বর্গাদার শহিদুল ইসলাম বাধা নিষেধ করায় ইয়াছিনের হুকুমে অন্যরা তাদেরকে অতর্কিত ভাবে মারপিট শুরু করে। ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে বাদীর মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করে ডান হাতে হাড়ভাঙ্গা জখম করা হয়। বাদীর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। জামার পকেটে থাকা মাছ ব্যবসার ১ লক্ষ ৬৫ হাজার টাকা কেড়ে নেয়। বাদীর ভাই ও বর্গাদার ঠেকাতে গেলে তাদেরকে এলোপাতাড়ী কিল, ঘুষি মেররে শরীরে নিলাফোলা জখম করে। সাক্ষীরাসহ পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে। অভিযুক্তরা খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। বাদীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদীকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সাংবাদিক ফয়জুলের উপর হামলা চালিয়ে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক মহল অবিলম্বে অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।
