আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে জামাতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগস্ট ২০২৪ রোজ সোমবার দুপুরে খরিয়াটি কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
দরগাহপুর ইউনিয়ন জামায়াতে আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর মোঃ আব্দুল গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামাতের নায়েবে আমির নুরুল আফছার মোর্তজা। ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন, নায়েবে আমির আঃ ছাত্তার, আব্দুল রাজ্জাক, জামায়াত নেতা হাফেজ মাওলানা মাহবুব, মোঃ বুলবুল আহমেদ, হাফেজ হুসাইন, আমানুল্লাহ, শামিম, বিল্লাল হোসেন।