আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদারের দাফন সম্পন্ন হয়েছে।
আজ ২৬ আগস্ট ২০২৪ রোজ সোমবার বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়।
শিক্ষক আব্দুল হামিদ দীর্ঘিদন হৃদরোগ ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। আজ ২৬ আগস্ট ২০২৪ রোজ সোমবার ভোর ৫.৩০ টার দিকে নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন, কলিমাখালী সিনিঃ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সোহরাব হোসেন। জানাযায় ক্রীড়া মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, আলহাজ্ব মুফতি মাওঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক আবু ছাদেক, আলহাজ্ব আলাউদ্দীন, গাওছুল হোসেন রাজ, আবু জাহিদ সোহাগসহ বহু আলেম, হাফেজ, শিক্ষক ও সর্ব সাধারণ অংশ নেন।