এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংক ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ জুন ২০২২ রোজ শনিবার বিকাল ৫টায় বুধহাটা মিম কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আছাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পরিচারনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিডিএমএএর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, বেউলা ওসমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, ডাঃ মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছাফুর রহমান, ডাঃ এস কে রাজা, জনসেবা ক্লিনিক ও জনসেবা ফার্মেসীর স্বত্বাধিকারী রবিউল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, শিক্ষক জহির আলিম, ইয়াসির আরাফাত ডেনিস, বাবুল আক্তার, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস ছাত্তার প্রমূখ।
