এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পূনঃমিলনি মিলন মেলায় পরিনত হয়েছে। বুধবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ঈদ পূনঃমিলনি অনুষ্ঠানে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন তৎকালিন আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ‘৯৯-ব্যাচ’র পরীক্ষার্থী উপ-সচিব তানভীর রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের প্রধান মহিদুল ইসলাম। মনিরুজ্জামান মনি ও শফিকুল ইসলামের উপস্থাপনায় আলোচনা রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, অবঃ প্রাপ্ত শিক্ষক কালিপদ রায়, সমীরণ বিশ্বাস, মাহতাপ উদ্দীন, আল. আবুল কাশেম, সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, ৯৯ ব্যাচ’র পরীক্ষার্থী ফরিদুল ইসলাম, আনারুল ইসলাম, মনিরুজ্জামান পলাশ, রেহেনা পারভীন, সালেহা পারভীন পান্না প্রমুখ। আলোচনা শেষে ওই ব্যাচ’র পরীক্ষার্থী মেধাবি ছাত্র গোলাম রসুল আল মাসুদের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা ও তার শিশু পুত্র রুহিত এবং রুহানের হাতে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা করা হয়।
