Thursday, July 10, 2025

আশাশুনিতে সদরে দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৯৮৬

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদরে ২ টি এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে ৬ টি কলেজের ৯৮৬ জন পরীক্ষার্থী আজ ০৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এদিন ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা গ্রহন করা হয়।
আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে বুধহাটা কলেজিয়েট স্কুল, বদরতলা হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ, আশাশুনি মহিলা কলেজ ও ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। এ কেন্দ্রে ইংরোজী ২য় পত্রে ৪৩২ জনের অংশ নেওয়ার কথা থাকলেও ৪ জন অনুপস্থিত থাকায় ৪২৮ জন পরীক্ষা দিয়েছে। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন, অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, হল সুপার প্রভাষক রবিউল ইসলাম। ট্যাগ অফিসার আছেন সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
আশাশুনি মহিলা কলেজ কেন্দ্রে আশাশুনি সরকারি কলেজ ও এপিএস মহা বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ইংরেজী ২য় পত্রে ৫৬৮ জনের অংশ গ্রহনের কথা থাকলেও ১০ জন অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, হল সুপার অধ্যাপক রতন কুমার অধিকারী। ট্যাগ অফিসার হিসাবে আছেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান।
এবছর আশাশুনিতে অন্যান্য বছরের তুলনায় সুন্দর পরিবেশে পরীক্ষা পরিচালিত হচ্ছে। দায়িত্বে থাকা কর্মকর্তারা পরীক্ষার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাউকে কাউকে অভিযোগের সুরে কথা বলতে শোনা গেছে। সন্তুষ্টির কথা বলার পরও দু-একজন অভিভাবককে কিছু কিছু সমস্যার কথা বলতে দেখা গেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article