এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন ২০২২ রোজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’র আওতায় মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, উপজেলা সহকারি মৎস্য অফিসার এস.এম মোস্তাফিজুর রহমান ও মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহা।
