Tuesday, November 18, 2025

আশাশুনিতে দিনব্যাপী ফল মেলা উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে দিনব্যাপী ফল মেলা’২১ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম। আজ ২৫ জুলাই ২০২২ রোজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের দ্বিতল ভবনের বেলকুনিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বছর প্রথম দিন ব্যাপী ফল মেলা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সহকারি মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, উপ-সহকারি কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) আব্দুল গনি, ইকবাল হোসান, শেখ আব্দুল ওহাব, আফিফা খাতুন, গোলাম মোস্তফা, কাজী মহিউদ্দিন, আকিকুন্নেছা, আছাদুল ইসলাম, আরিফ হোসেন প্রমূখ। উল্লেখ্য, এ বছর ফল মেলায় আশাশুনি উপজেলা বিভিন্ন ফলবাগানে উৎপাদিত ফল প্রদর্শতে রাখা হয়েছে। ফলের মধ্যে রয়েছে, কাগুজি লেবু, বাতাবি লেবু, বারি মাল্টা, মাল্টা, বিলিম্বি, চালতা, বিলাতি গাব, কদবেল, ডেউয়া, পেয়ারা, সফেদা, আমড়া, ডাব, করমচা, কাঠাল, আম, তাল, কলা, লটকন, আনারস, উড়া, কেউড়াসহ বিভিন্ন প্রকারের দেশীয় ফল। এছাড়া বিভিন্ন অসাধারন প্রজাতির ছোট ফলজ গাছের চারা। গতকালই বিকাল ৪টায় মেলার প্রদর্শনী সম্পন্ন হয়। উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে সমাপনী বক্তব্য রাখেন ইউএনও মু. ইয়ানুর রহমানসহ বিভিন্ন অফিস প্রধানগন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article