এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির শোভনালী-নৈকাটি ব্রীজের সংলগ্ন মরিচ্চাপ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর ২০২২ রোজ সোমবার বিকালে শোভনালী, নৈকাটি ও বৈকারঝুটি যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরষ্কার বিতরণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
প্রতিযোগিতায় আশরাফুলের নেতৃত্বে পুইজালার সোনারতরি, সঞ্জয় বৈরাগীর নেতৃত্বে হরিণখোলার মা-দুর্গা ও আকবর হোসেনের নেতৃত্বে শোভনালী নৌকা বাইচ দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় হরিণখোলা মা-দুর্গা নৌকা দল ১ম স্থান, পুইজালার সোনার তরি নৌকা দল ২য় স্থান ও শোভনালী নৌকা দল ৩য় স্থান অধিকার করে। ১ম স্থান অধিকারী দলকে ২৪ ইঞ্চি টিভি, ২য় স্থান অধিকারীকে রাইচ কুকার ও ৩য় স্থান অধিকারী দলকে নগদ অর্থ প্রদান করা হয়। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ফিংড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, পল্লী বিদ্যুতের পরিচালক ফেরদাউস গাইন, ইউপি সদস্য আজিজুল ইসলাম ও মহিলা মেম্বার অনিতা রানী। অনুষ্ঠান পরিচালনা করেন জহুরুল ইসলাম